হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম মুফতী মাওলানা আবুল কালাম যাকারিয়া বলেছেন, রমজানুল মোবারক হচ্ছে আত্মশুদ্ধির মাস। তাকওয়া অর্জনের মাধ্যমে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হবে। মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন নাজিলের এ মাসে কুরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব।
তিনি ১৯ মে শনিবার দুপুরে সিলেট নগরীর মজুমদারপাড়াস্থ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে বোর্ড কমপ্লেক্সে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক কারী মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক কারী মাওলানা বিলাল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব কারী মাওলানা আব্দুল মতিন আছিরগঞ্জী, সহকারী মহাপরিচালক মাওলানা কারী মুফতী সিকন্দর আলী, শিক্ষা সচিব কারী মাওলানা জুবায়ের আহমদ, ইন্তেজামিয়া কমিটির সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, মসজিদ কমিটির সদস্য শেখ মঈন উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক কারী মাওলানা জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক কারী মাওলানা মনজুরুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক কারী মাওলানা মুজাক্কির হোসাইন চৌধুরী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা হাফিজ আবুল বাশার, মাওলানা ফুযায়েল আহমদ, হাফিজ কারী মাহফুজ হোসাইন চৌধুরী, আতিকুর রহমান লিপু, মোঃ আব্দুল খালিক, কারী আশরাফ উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বোর্ডের প্রধান কেন্দ্রের অন্যতম প্রশিক্ষক মাওলানা কারী গোলাম কিবরিয়া চট্টগ্রামী। বিজ্ঞপ্তি