নগরীতে খাদ্য ও ঔষধে ভেজালের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

48
নগরীর একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
নগরীতে ২টি রেস্টুরেন্ট ও ২টি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশন করার অভিযোগে মোছাব্বির রেস্টুরেন্টকে ১০ হাজার ও আল করিম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল ঔষধ বিক্রি ও বিদেশী ঔষধ বেশী দামে বিক্রি করায় ফেমাস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং দি বি.এল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঔষধ তত্ত্বাবধায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর স্নিন্ধেন্দু সরকার, মহানগর পুলিশের এসআই রফিকুল ইসলাম প্রমুখ।