দেশি ফল :
মধু মাসে বাংলাদেশে
বিভিন্ন ফল ধরে,
আম আনারস লিচু কাঁঠাল
বাজারে যায় ভরে।
দেশের মানুষ মেতে উঠে
পাকা স্বাদের ফলে,
জাম, পেয়ারা, তরমুজ, লটকন
সাথে আরও হলে।
জ্যৈষ্ঠ মাসে মনটা ভরে
মিষ্টি ফলের গন্ধে,
দেখলে আসে জিভে পানি
সবাই খায় আনন্দে।
টাটকা দেশি ফলে অধিক
ভিটামিন সি থাকে,
দেহকে যে পুষ্টি দিয়ে
সুস্থ সবল রাখে।
রোগ প্রতিরোধ করতে খাও ভাই
মৌসুমি ফল দেশি,
বাড়ির পাশে ফলের চাষে
মন দাও বেশি বেশি।