গোলাপগঞ্জে সিএনজি অটোরিক্সা চালকের আত্মহত্যা

44

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে আফজাল হোসেন (২৩) নামে এক সিএনজি অটোরিক্সা চালকের আত্মহত্যা করেছে। সে উপজেলার শরিফগঞ্জ ইউপির লামা মেহেরপুর গ্রামের মৃত ছমর আলীর ছেলে। প্রায় কয়েক মাস আগে উপজেলার ফুলবাড়ী ইউপির লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া একটি ভাসায় সে তার পরিবার নিয়ে উঠে। সেখানেই নিহত চালক ও তার পরিবার ৭/৮ মাস থেকে বসবাস করে আসছিল। প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। সকাল ১০টা থেকে তার পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগার জন্য রুমের দরজায় ডাকাডাকি করেন। সকাল ১১টায় তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন পাশ্ববর্তী লোকদের জানায়। রুমের দরজা ভেঙে দেখা যায় সে ঘরের ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করছে। পরে পুলিশকে খবর দেয়া হলে দুপুর ২টায় এসআই হেলাল সঙ্গীয় ফোর্স নিহতের লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিকালে লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী। তিনি জানান,ময়না তদন্ত রিপোর্ট পাতে পেলে আত্মহত্যার ধরণটি জানা যাবে। গত সপ্তাহের ২৩শে এপ্রিল মা-বাবা পড়ালেখার জন্য বকা ঝকা করায় শরিফগঞ্জ ইউপির কালীকৃষ্ণপুর গ্রামের দিনমজুর জাকির হোসেনের মেয়ে কালীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রিপালী আক্তার (১৪) নামে এক তরুণী কৃষি ক্ষেতের কীটনাশক পান করে আত্মহত্যা করে। নিহত সিএনজি চালকও একই ইউপির বাসিন্দা।