সিলেট চিকনাগুল খাঁন চা-বাগানের প্রঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকরা উদ্যেগে ২৩০ টাকা মজুরির দাবিতে ও ১৪ মাস পূর্বে ৮৫ টাকা থেকে ১’শ টাকা বৃদ্ধি হলেও তাদের টাকা না পাওয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টায় বিক্ষোভ প্রদর্শনসহ অনির্দিষ্টকালের কর্ম বিরতি ঘোষণা দেন চা শ্রমিকরা।
চিকনাগুল খাঁন চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিনেশ বাড়াইক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতিলাল বাড়াইকের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন রেজি নং-বি ৭৭ সিলেট ভ্যালির কার্যকরী সভাপতি রাজু গোয়ালা, এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কৃপেশ বুনার্জী, চিকনাগুল খাঁন চা-বাগানের প্রঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি যসোধন বাড়াইক, চিকনাগুল খাঁন চা-বাগান প্রঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক দেবু বাউরী, অর্থ সম্পাদক নিখিল কুমার দাস, সদস্য পবন বাড়াইক, শীলা কর্মকার, উষা বুনার্জী, ইদনী বেগম, পূর্ণবালা মুন্ডা,ও বাগানের বিশিষ্ট মুরবী চরণ বাড়াইক, সিলিপ কর্মকার, বাচ্চু বাড়াইক প্রমুখ। বিজ্ঞপ্তি