খাদিমনগর চা-বাগানে দাবী আদায়ে চা-শ্রমিকদের কর্মবিরতি

54

খাদিমনগর চা-বাগানের চা শ্রমিকরা ২৩০ টাকা মজুরির দাবিতে ও ১৪ মাস পূর্বে ৮৫ টাকা থেকে ১’শ টাকা বৃদ্ধি হলেও তাদের টাকা না পাওয়ায় বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ প্রদর্শনসহ অনির্দিষ্টকালের কর্ম বিরতি ঘোষণা দেন।
খাদিমনগর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতির সভাপতিত্বে ও অমল নায়েকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনোরঞ্জন নায়েক, সুমি শিল, স্বপ্না নায়েক, কালা মিয়া, মধু ভূমিজ, নিপেল ভূমিজ, দ্বিপ কুমার, সাহারা, সখিনা বেগম, সজল ব্যক্তি, অনুপ কর্মকার, দুলিন রিকসন, ধনু সর্দার, জিতেন্দ্র সর্দার প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৪ মাস ধরে মালিকপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের মজুরি দিতে গড়িমসি করছে। সভায় শ্রমিকদের বেতন ২৩০ টাকায় উন্নীতকরণ করার দাবি জানানো হয়।
এদিকে মজুরি বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবিতে বুধবার সিলেটের দলদলী চা বাগানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চা বাগানের শ্রমিক ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ। কর্মসূচিতে নেতৃবৃন্দ জানান, মালিকদের সঙ্গে চুক্তি করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে শ্রমিকরা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। শ্রমিক নেতারা অবিলম্বে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
দলদলী চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাসের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেবেন্দ্র কুর্মি সর্দার, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি অনিতা, সম্পাদক উপেন্দ্র, সহ-সম্পাদক সুমী নায়েক, সাবেক সভাপতি বাদল কর্মকার, মিলন দাস, মদন দাস, মানিক সর্দার, দলদলী চা বাগান যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস, হিরালাল দাস, রমেশ মুড়া, কল্যানী কুর্মি, জয়ন্তী দাস, বিরেন কুর্মি, অতুল দাস, নজরুল, শিশু বারাক, সাবতী সর্দার, হরিচরন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি