গোয়াইনঘাটে বোরো ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ

31

গোয়াইনঘাট উপজেলার গহড়া-শিমুলতলা গ্রামের পার্শ্ববর্তী রূপাবিল হাওর এলাকায় প্রায় দু’শ একর অনাবাদী জমি ইরো-বোরো চাষের আওতায় এসেছে। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর আশানরূপ ফলন হয়েছে। এলাকার কৃষক পরিবারে আনন্দের ছোয়া লেগেছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক গতি সঞ্চার হবে।
গত মঙ্গলবার গহড়া গ্রামে বোরোধান কর্তনের উদ্বোধন ও কৃষক সমাবেশের আয়োজন করা হয়। রূপাবিল হাওর পাওয়ার পাম্প সেচ সমিতি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। সেচ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক, কৃষি উদ্যোক্তা এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রোটারিয়ান ইকবালুর রহিম খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (সেচ) গোয়াইনঘাটের উপ সহকারী প্রকৌশলী তৌসিফুল হক চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ইউসুফ জামাল ও পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন। সমিতির সদস্য সামছুল হুদার পরিচালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মুতলিব, মোয়াজ্জেম হোসেন, ডাঃ ওমর আলী, হাজী আব্দুল হালিম, তাবলীগি আমির নুরুল আমিন, কলিম উল্লাহ। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ধান কাটা উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি