গোলাপগঞ্জে নিহত মাদ্রাসা ছাত্র নুরুল আলমের বাড়ীতে শিক্ষামন্ত্রী

35

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ ফুলবাড়ি নিহত মাদ্রাসার ছাত্র নুরুল আলমের পরিবারকে সমবেদনা জানাতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী উপস্থিত হন। এ সময় তিনি নুরুল আলমের স্বজনদের সান্ত্বনা দিয়ে বলেন আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। এ সময় শিক্ষামন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কম সময়ের মধ্যে নুরুল হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ দেন।  নিহতের বাড়ীতে মন্ত্রী প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ, গোলাপগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম হাসান কাওছার, নিহতের চাচা শাহীন আহমদ, লক্ষ্মীপাশা ইউপির নিমাসন গ্রামের বাসিন্দা কবি সালমান উদ্দিন, জিয়াউল আলম জিতু, তারেক মেম্বার প্রমুখ। এদিকে গতকাল বৃহস্পতিবার আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে।