জালালাবাদ গ্যাস অফিসে ই-ফাইলিং প্রশিক্ষণ কর্মশালা

47

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ-এ ই-ফাইলিং কার্যক্রম শুরু হয়েছে। আলোচ্য কার্যক্রম জোরদার করার জন্য জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ-এর কনফারেন্স রুমে গতকাল ই-ফাইলিং সিস্টেম এর উপর দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(অর্থ) খন্দকার মোঃ ইকরামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোঃ আব্দুল মুমিন। রিসোর্স পার্সন হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই কর্মসূচীর ডোমেইন স্পেশালিষ্ট মোহাম্মদ খোরশেদ আলম খান এবং এটুআই প্রোগামের কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এসিসট্যান্ট সেক্রেটারী সত্যজিৎ রায় দাস উপস্থিত ছিলেন। কর্মশালার কোর্স পরিচালনা করেন মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী জসিম উদ্দিন আহমদ।
দু’টি সেশনে কর্মশালা শেষ হয়। ই-ফাইলিং প্রশিক্ষণ কর্মশালার দু’টি সেশনে ৩০ জন করে ৬০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে দ্রুত নথি নিষ্পত্তি ও গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানী নিরলসভাবে কাজ করছে। কোম্পানীতে ইতোমধ্যে ই-জিপি চালু করা হয়েছে। ই-জিপি এর মাধ্যমে দ্রুত দরপত্র আহবান করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিজ্ঞপ্তি