মানুষের চিন্তা-চেতনা, সমকালীন সমাজ, সংস্কৃতি, মানুষের সার্বজনীন আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে ‘নীল চাঁদোয়ার নীচে’ কাব্যের মধ্যে। সামাজিক মানুষের মূল্যবোধের অবক্ষয়, প্রেম-ভালোবাসা এবং অনাচার-অত্যাচারের প্রতি প্রচন্ড বিদ্রোহী মনোভাব কবি নিজাম উদ্দিন সালেহ’র কাব্যমননে পুনর্জাগরণের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে। প্রেম-ভালোবাসা, ইতিহাস-ঐতিহ্য এবং মানুষের চিরন্তন আদর্শের প্রকাশ সমকালীন কাব্যজগতে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে। জীবনবাস্তবতার বিচিত্র রুপ এঁকে কবি তাঁর কাব্যে দার্শনিক চেতনার উন্মেষ ঘটিয়েছেন যা আদর্শের প্রতিষ্ঠায় মাইলফলক ভূমিকা পালন করবে।
প্রকাশনা উৎসব উদ্যাপন কমিটি, সিলেট-এর উদ্যোগে দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক কবি ও সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ’র ‘নীল চাঁদোয়ার নীচে’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে গত বুধবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, বিশিষ্ট কবি মুকুল চৌধুরী, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক কবি নিজাম উদ্দিন সালেহ এবং মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মাশুকুর রহমান।
এডভোকেট কবি আব্দুল মুকিত অপি ও সংস্কৃতিকর্মী ফাহমিদা খান ঊর্মির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট কবি কামাল তৈয়ব, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সাংবাদিক চৌধুরী আমিরুল হোসেন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, মাসিক ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, প্রাবন্ধিক আহমদ মারুফ, দৈনিক শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক কবি খালেদ-উদ-দীন, সিলেট লেখিকা সংঘের সহ সভাপতি ইছমত হানিফা চৌধুরী, কবি ইশরাক জাহান জেলি, কবি এম. শহীদুজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মুস্তফা খান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি আব্দুল কাদির জীবন। কবি নিজাম উদ্দিন সালেহ’র কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সাইমুম আনজুম ইভান, সিদরাতুল মুনতাহা লামিয়া, জারিন তাসনীম অধরা এবং গান পরিবেশন করেন বেতারশিল্পী এম. রহমান ফারুক। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পা-ুলিপি প্রকাশনের স্বত্ত্বাধিকারি লেখক বায়েজীদ মাহমুদ ফয়সল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধুনালুপ্ত দৈনিক সিলেট সমাচার, দৈনিক জালালাবাদীর সম্পাদক, প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহিদ খান, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিকসহ সিলেটের সাহিত্য, সংষ্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি