এবার বাঁধ নির্মাণ অনেক টেকসই হয়েছে – পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন

35

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খাঁন বলেছেন, গত অন্যান্য বছরের তুলনায় এ বছর হাওর রক্ষা বাঁধ অনেক টেকসই ও মজবুত হয়েছে। সেই সাথে বাঁধ নির্মাণে কোন গাফিলতি হয়নি। তিনি বলেন, কিছু কিছু জায়গায় কাজে সামান্য ত্র“টি হয়ে ছিলো জেলা ও উপজেলা কমিটির শক্ত অবস্থান সবকটি বাঁধে নজরদারির কারণে বাঁধ গুলো অনেক ভাল হয়েছে। তিনি বলেন, আমি আশাবাদী এবার কৃষকের গোলা সোনালী বরে উটবে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর, কাচিভাঙ্গা হাওর ও খাই হাওরের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় পুলিশ সুপার কয়েকজন পিআইসর সভাপতির সাথে কথা বলেন। পিআইসির লোকজন বলেন, আমরা বাঁধের কাজ সম্পন্ন করতে অনেক ঋণগ্রস্থ হয়েছি, আমরা মাত্র ২টি বিল পেয়েছি। পিআইসিদের মুখ থেকে এ কথা শোনে তাৎক্ষণিক মোবাইল ফোনে সুনামগঞ্জ পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলীকে বলেন সব পিআইসির টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার জন্য।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. হারুন অর রশীদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান, সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, জেলা মনিটরিং কমিটির সদস্য, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদার, দৈনিক সিলেটের ডাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসক মনোনিত পাউবো মনিটরিং কমিটির সদস্য দিলীপ তালুকদার, প্রভাষক নুর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, এসআই আলা উদ্দিন, এইসআই জগৎযোতি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ ;সভাপতি হাজী তহুর আলী, পিআইসির সদস্য আজির উদ্দিন, আবু খালেদ চৌধুরী সহ প্রমুখ।