স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাওয়া প্রধানমন্ত্রীর কাজের ফসল – বেতারের মহা-পরিচালক

93

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেছেন প্রাধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। বেতারের প্রোগ্রামের মান অনেক উন্নত। অনেক ভালো প্রোগ্রাম বেতার প্রচার করে। তোমরা ছাত্র ছাত্রীরা সে অনুষ্ঠান গুলো থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। বেতার আপনাদের সকল কথা শুনে এবং জনগণকে শোনাতে আপনাদের কাছে ছোটে আসছে। আপনারা বেতারে অনুষ্ঠান করতে চাইলে অফিসে আর দরখাস্ত করতে হবেনা বেতারের ওয়েব সাইডে ডুকে ফরম পূরণ করুন, বেতার আপনাদেরকে অডিশনের জন্যে ডাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কতগুলো এগিছে সেটাই তার প্রমান। সে ধারা অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহবান জানান তিনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল উল্লেখ করে বলেন স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, এটা প্রধানমন্ত্রীর কাজের ফসল। শনিবার ৩১ মার্চ সকাল থেকে দিন ব্যাপী প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও বাংলাদেশের উন্নয়নশীলদেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সফলতা নিয়ে বহিরাঙ্গন অনুষ্ঠান সোনালী স্বপ্নের দেশ অনুষ্ঠান চলে। সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের এম ইউ জহিরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ বেতারের মহা-পরিচালক নারায়ণ চন্দ্র শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) নসরুল্লাহ মোঃ ইরফান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, কেন্দ্রের আঞ্চলিক প্রকোশলী মানোয়ার হোসেন খান। কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোঃ তারিক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, এম ইউ জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান ও অনিমা দে এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ আঞ্চলিক পরিচালক মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুল হক, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক পবিত্র কুমার দাশ, প্রদীপ চন্দ্র দাস, মোঃ জোনায়েদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতারের শিল্পীবৃন্দর পরিবেশনায় এক মনোমুগ্ধ কর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি