কান্না ভেজা যন্ত্রণা

25

মল্লিকা পারভীন

একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি আমি
আমার আত্মার কাঠামো থেকে
তলিয়ে যাচ্ছে স্মৃতি
অনুভূতি তন্দ্রার মায়াজালে
আমার বিবেক আবদ্ধ
পৃথিবীর ললাট থেকে
আমার পদচিহ্ন বিলুপ্ত প্রায়
নির্জনতা, নীরবোধতা অভিশাপের ফনা তুলেছে
রং হারাচ্ছে পৃথিবীর সব রঙিন বস্তুু
এলোমেলো হয়ে উড়ছে সব ধুলোর মত
ভুল বুঝে সবাই করছে আঘাত
আমায় শত শত
চোখ বুজলেই যে ভেজা চোখে
সামনে আসে আপন জনেরা
কিন্তু তারা আমায় এখনো, এখনো যে
বুঝতেই পারলো না
এটাই আমার সারা জনমের যন্ত্রণা
তাই তো আমার চোখেও
শ্রাবণের মেঘ ভরা কান্না।