কেনো এমন হয়?

34

রোটারিয়ান রেবেকা জাহান রোজী

বহুদিন ধরে স্বপ্ন দেখা একটি সুন্দর বিকেল।
হাঁটতে হাঁটতে ছুটে চলা জীবনের এক বালুচরে।
আমরা তিনজন বন্ধু।
কবে গিয়েছিলাম দিন তারিখ কিছুই মনে নেই।
শুধু এইটুকু মনে আছে অফার টি ছিলো জিলানীর।
শীতলক্ষা নদীর তীরে
ছোট একটি কুটিরে ছিলো পুড়ামাছের আয়োজন।
সামুদ্রিক মাছ কুড়াল,
পুড়া মাছের ফ্লেবার,সেই ছোটবেলায় ছোটে গিয়েছিলাম কিছু সময়ের জন্য।
গল্পের ফাঁকে ফাঁকে দুষ্টুমি। চঞ্চলতা, মুগ্ধতা, ভালোবাসা, সব কিছুই ছিলো সেখানে।
সময়ের হাত ধরে সময় চলে যাবে,
কিন্তু বন্ধুত্ব কখনো হারাবেনা এটা ছিল সেদিনের প্রতিজ্ঞা।
সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু।সবকিছুই যেনো আজ ফেলে আসা অতীত।
কেনো এমন হয়?