স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ কীন বিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহিদ আল সালাম (২৮) নামের শাবি ছাত্র খুন হয়েছেন। গত রবিবার গভীর রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। মাহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি শাবি থেকে স্নাতকোত্তর পাস করে কিছুদিন বাংলালিংক কোম্পানিতে চাকুরী করেছেন।
জানা যায়- চাকুরি সংক্রান্ত ব্যক্তিগত কাজে মাহিদ রবিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন। ১টার দিকে কদমতলী এলাকায় একদল দুর্বৃত্ত তার হাঁটুর পেছনে ছুরিকাঘাত করে। সেখানে অচেতন অবস্থায় এক রিকশাচালক তাকে নিয়ে হাসপাতালের দিকে রওয়ানা হয়। রিক্সাচালক মাহিদকে নিয়ে কীন ব্রিজ এলাকায় এলে সেখান থেকে পুলিশ রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
মাহিদের চাচা সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএমএ হাসান জেবুল জানান- চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য মাহিদ রবিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। হঠাৎ রাতে একজন আমাকে ফোন করে বলেন পুলিশ মাহিদের পরিবারকে খোজছে। সাথে সাথে আমি পুলিশের সাথে যোগাযোগ করে ঘটনা জানতে পারি। পরে হাসপাতালে এসে দেখি সে আর নেই। মাহিদের ব্যাগ থেকে তার শিক্ষাজীবনের বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।
মাহিদের খালু সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেন- রাতে মাহিদের এ খবর শুনে সাথে সাথে ছুটে আসি সিলেট ওসমানী মেডিকেলে। সেখানে এসে তাকে ওপারেশনে নিয়ে যাওয়ার আগেই শেষ নি:শ্বাস ত্যাগ করে মাহিদ।
দক্ষিণ সুরমার থানার ওসি খায়রুল ফজল বলেন, রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় মাহিদকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোনো ছিনতাইকারি তার উপর ছুরিকাঘাত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মাহিদ প্রয়াত এডভোকেট এম এ সালামের ছেলে। শাবিতে পড়ার সময় তিনি শাবির মাভৈ আবৃত্তি পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এদিকে মাহিদ আল সালাম খুনের ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি। মাহিদ আল সালাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি নগরীর পাঠানটুলা আবাসিক এলাকার মৃত এডভোকেট মো. আব্দুস সালামের পুত্র। দুই ভাই ও দুই বোনের মধ্যে মাহিদ আল সালাম সবার ছোট। তার এক বোন আফসানা সালাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, আরেক বোন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এবং ভাই লন্ডন প্রবাসী।
এদিকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাহিদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে। এ সময় চৌহাট্টা থেকে আম্বরখানা, নয়াসড়ক, রিকাবী বাজার ও জিন্দাবাজার সড়কে দেখা দেয় তীব্র যানজট। আন্দোলনে একাত্মতা পোষণ করে অবস্থান কর্মসূচীতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মো. আব্দুল খালিক, জেলা যুবলীগ নেতা মোবাশি^র আলীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন শাবি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ, অর্থনীতি বিভাগের এলামনাই এসোশিয়েশনের সাধারণ সম্পাদক কাসমির রেজাসহ আরো অনেকে।