ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির আইন সংসদে পাসের দাবিতে ইসলামী আন্দোলন সিলেট বিভাগের উদ্যোগে সিলেট সিটি পয়েন্টে বিভাগীয় মহাসমাবেশ ও মাহফিল সফলের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। তার সাথে পাল্লা দিয়ে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন অঙ্গ সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তারা বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল সহ নগরীর সকল ইউনিটে ব্যাপকভাবে দওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল সোমবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিনের সাথে মতবিনিময়কালে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকেও তিন দিনব্যাপী ১০, ১১ ও ১২ ডিসেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠের ওয়াজ মাহফিল ও মহাসমাবেশ সফলের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, কোতোয়ালী থানার সহ-সভাপতি মোঃ গোলাম আযম, সেক্রেটারী আজমল হোসেন।
এদিকে বেলা ২টার দিকে মহানগর সেক্রেটারী ডা. রিয়াজ এর নেতৃত্বে অন্য আরো একটি প্রতিনিধি দল মহাসমাবেশ সফলের জন্য সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও দোকানপাটে লিফলেট বিতরণ করেন। এ সময় জনসাধারণের পক্ষ থেকে ব্যাপক সাড়াও পান তিনি। আজ মঙ্গলবার বাদ আসর নগরীর কোর্ট পয়েন্ট থেকে মহাসমাবেশ সফলের লক্ষ্যে ও ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির আইন পাস করার দাবিতে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করা হবে। এতে দলের সকলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি