জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে ৬৫ জনকে অন্তর্ভুক্ত করলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। গত ১৯ অক্টোবর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচীব সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহর সুপারিশ ক্রমে কমিটিতে সিলেট বিভাগের সিলেট, মৌলভিবাজার, হবিগনঞ্জ জেলার এসব নেতাদের নাম অর্ন্তভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম।
নতুন অন্তর্ভুক্তি পত্রে যাদের নাম অনুমোদন দেওয়া হয় তারা হলেন- যুগ্ম আহবায়ক সৈয়দ নুরুল হক মৌলভীবাজার, সিনিয়র সদস্য হিসেবে সিলেটের ফখরুল ইসলাম সোহেল ও মৌলভীবাজারের অধ্যাপক মোতাহার হোসেন, সদস্যরা হলেন- সিলেটের হাজি কাদের মোল্লা, মহতাব আহমদ মেম্বার, আলহাজ্ব হেলাল উদ্দিন, খাদিম আব্দুস সালাম, মৌলভীবাজারের সৈয়দ মিজান আলী, মোবাশ্বির আহমেদ, ইয়াকুব পারভেজ, তিনি রঞ্জন তালুকদার, শাহাবুদ্দিন আহমেদ, শাহীন আহমেদ মহরী, এড জুনেদ আলী, মোস্তফা খান ফৈরাজ, বদরুল হাসান জোসেফ, সিলেটের মাহবুবুল ইসলাম, কামাল আহমদ, মুহিবুর রহমান মানিক, প্রিন্সিপাল মোখলেছুর রহমান, ফয়সল আহমদ সম্রাট, রাসেল আহমদ, জাকির হোসেন, এম এ জলিল তালুকদার, সাদিকুর রহমান সোহেল, এস রফিক আহমদ, হবিগঞ্জের আবুল খায়ের, মুহিত চৌধুরী, সিলেটের আফজল আলী, জাহাঙ্গীর মেম্বার, সিরাজ উদ্দিন মেম্বার, কামরুল ইসলাম, তাজুল ইসলাম মেম্বার, ওলিউর রহমান, সোলেমান আহমদ, আলীম উদ্দিন, নুরুল আমীন, ইসমত আলী হবিগঞ্জের আঙ্গুর মিয়া, এনায়েত খান, শাহনাজুর রহমান স্বপন, কাউসার মিয়া, হাজি সিরাজুল ইসলাম, হেলাল আহমেদ, ফাহিমা বেগম, জেসি বেগম, মামুন চৌধুরী, নুর মিয়া, গিয়াস উদ্দিন, আব্দুল জলিল, সোহেল আহমদ, মাওলানা বশির উদ্দিন, খায়রুল ইসলাম, রহমত আলী ভরসা, আখতার হোসেন, রায়হান আহমেদ, আতিকুর রহমান, হবিগঞ্জের জিয়াউর রহমান চৌধুরী, শামসুল ইসলাম, ফরিদ মিয়া, সজল দাস, ফতেহ আলম, মকবুল আলী, হাজি হায়দার মিয়া ও মৌলবীবাজারের হায়দার আলী। বিজ্ঞপ্তি