পরীক্ষা পাসের জন্য নয়, জানার জন্য শিক্ষা অর্জন করতে হবে – অধ্যক্ষ আতাউর রহমান পীর

19

মানুষের পড়ালেখার কোন বয়স নেই। সব বয়সে শিক্ষা অর্জন করা যায়। তাই শিক্ষা অর্জনে কোন লজ্জা নেই। আমাদেরকে শিক্ষা অর্জন হতে হবে জানার জন্য। পরীক্ষা পাসের জন্য নয়। গতকাল শুক্রবার শহরতলীর টুকের কাজার তেমুখী পয়েন্টে উইনার এডুকেশন গ্র“পের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) রোটারিয়ান আতাউর রহমান পীর।
উইনার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে এডুকেশন গ্র“পের চেয়ারম্যান আব্দুল আউয়াল কামালের সভাপতিত্বের এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহকারী শিক্ষা অফিসার মো. মঈনুল হক, উইনার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. রেজাউল করীম।
উইনার স্কুল এন্ড কলেজের প্রভাষক শফিকুল ইসলাম শামীমের পরিচালনায় ও কলেজের ২য় বর্ষের ছাত্র জালাল আহমদের কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠিত পিইসি ও জেএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আরো বক্তব্য রাখেন, প্রভাষক শিরিন শারমীন, শামীমা সুলতানা মনি, মো. কিবরিয়া। কলেজের ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন ও সংবর্ধিত ছাত্রদরে মধ্যে বক্তব্য রাখেন জিহান মেহেদী। বিজ্ঞপ্তি