হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, সদর থানার টহলরত পুলিশ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এরপর ফায়ার সার্ভিস স্টেশনে জানালে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ৬টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের ৩টি সবজির আড়ত। আর ৩টি মুদি দোকান। এখনও অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন ফুল মিয়া, ফটিক মিয়া, আকিবুল মিয়া, সুরুজ আলী, হাজী মোস্তফা মিয়া ও রাজ কুমার রায়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শামছুল আলম জানান, দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন করে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও তিনি জানান।