সৌদি আরবের অবরোধ- কাতারে বিশ্বকাপ হবে তো!

35

স্পোর্টস ডেস্ক :
রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে গেলেও নির্ধারিত সূচিতেই ২০২২ বিশ্বকাপ আয়োজিত হবে বলে জানিয়েছে 245700_129মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার। প্রতিবেশী সৌদি আরবসহ কয়েকটি দেশ গ্যাস সমৃদ্ধ কাতারকে বয়কট করার কারণে প্রস্তুতিতে কিছুটা ঝামেলায় পড়লেও ফুটবলের বিশ্ব আসর আয়োজনে দেরি হবে না বলে জানিয়েছেন দেশটির টুর্ণামেন্ট আয়োজক কমিটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
কেন্দ্রীয় কমিটির ডেলিভারি এন্ড লিগাসি কমিটির মহাসচিব হাসান আল-তাওয়াদি বলেছেন, বিকল্প ব্যবস্থা হিসেবে টুর্নামেন্ট সংশ্লিষ্ট নির্মাণকাজে বয়কটে থাকা দেশগুলোর বাইরের দেশগুলোকে সম্পৃক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘বয়কটের প্রভাব পড়েছে যতসামান্য।’ দোহা ভিত্তিক টেলিভিশন আল-জাজিরার ইংরেজি ভার্সনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘মেগা টুর্নামেন্টকে ঘিওে স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ-সংক্রান্ত কাজ ভালোভাবেই এগিয়ে চলেছে। সংকটের প্রভাব প্রকট নয়। যথাসময়েই প্রকল্পের কাজ সম্পন্ন হবে, কোনো বিলম্ব হবে না।’
চরমপন্থী ইসলামী গ্রুপ এবং ইরানের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের অভিযোগে গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর ঐক্যবদ্ধভাবে কাতারকে বয়কটের ঘোষণা দিলে সংকটের মধ্যে পড়ে যায় কাতারের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে এটিকেই সর্ববৃহৎ রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে।