লুবনা জেরিন সীমা
তোমার আসার বারতা পেয়ে
ভরা ফাগুন উথলে উঠে
বসন্তের মেঘ ভেসে আসে
বুকের ভেতর গোঙায়
দক্ষিণা বাতাসের শব্দ।
আমি ঝরা পাতার বুকে
লিখেছি নিজের নাম- ঠিকানা বিলি করেছি ডাকবাক্সে সারাবেলা।
তবু যে আমার চোখে
স্বপ্ন দিয়ে যায়
সেতো আসেনা
ফাগুনের কোন এক রাতে
আমায় জাগাতে।
দিনের পর দিন এভাবে
বছর পার হয়ে যায়,
বুকের ভিতর থেকে হারিয়ে যায়
সৌরভ মাখা আবেগি সোনালি সকাল।