সহমত

40

রমজান আলী রনি

কথায় কথায় আছার মারে
মাথার খুলির গিলু
না বুঝে সব মাথা ঝাঁকায়
বিদ্যালয়ের নিলু।

রাস্তাঘাটে চায়ের দোকান
হাট-বাজারের ভিতর
মাথা ঝোঁকে কুলুর মালিশ
গায়ে গন্ধ ছিতর।

একজোট তোরা একমত ওরা
জেনেবুঝে বলি?
অন্ধকারে পকেট মেরে
জ্ঞানের কথা বলি।

অফিস-চাচার কর্মক্ষেত্রে
মাথা ঝুঁকি রোজ
সেলফি তুলি ঘাড় বেকায়
সহমর্মী পোঁজ।

হাতের গোড়ায় শিখর দেখে
সহমত হই কিসে
সহমতের ট্যাবলেটে আজ
মরে আছি বিষে।