বেকার জীবন যাত্রা

67

সৌমেন কুমার

নই কোন জীব আমি
কারণ আমি বেকার,
সুস্থ আমি নইকো
মন হয়েছে বিকার,

সুদকষা লাভক্ষতি
বানর ব্যাঙের অংক,
করতে করতে চুল শেষ
অপূর্ণ সব লক্ষ্য,

বোধ বুদ্ধি পেয়েছে লোপ
কথা শুনি অকথ্য,
মিথ্যা লাগে সব সত্য
বাঁচবো কেমনে নাই পথ্য,

দুচোখ মেলে দেখো যদি
ভুক্তভোগী শিক্ষিত,
সন্তানদের পড়াবে কিনা
বাবা মা শঙ্কিত, (ক্ছৈষ)