জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপ পৃথক ভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এক গ্রুপ আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ও আরেক গ্রুপ পৌরসভা ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করেছে। একই দিনে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের অনুষ্ঠান নিয়ে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। অবশেষে শান্তিপূর্ণ ভাবে দুই গ্রুপের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৪ জানুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত গ্রুপের উদ্যোগে আনন্দ র্যালি শেষে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া প্রমুখ। এ সময় ছাত্রলীগের এ গ্রুপের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে-কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল গ্রুপের উদ্যোগে পৃথক ভাবে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল ও উপজেলার সকল ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়া ছাত্রলীগের এ গ্রুপের উদ্যোগে সন্ধ্যায় পৃথক ভাবে জগন্নাথপুর পৌরসভা ভবনের সামনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।