পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আইনজীবী সমিতির আলোচনা সভা ॥ রাসূল (সা:) ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন

89

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির মুসলিম সদস্যবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃস্পতিবার সমিতির ২ নম্বর বার হলের লাইব্রেরী কক্ষে সমিতির সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ডঃ গোলাম মর্তুজা মজুমদার। সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছাত্তার এডভোকেট ও এন.আই.এম. মাছুম চৌধুরী এডভোকেট এবং সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এডভোকেট ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সদস্য জামিল আহমদ এডভোকেট। মহানবী (সা:) এর জীবনী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সিনিওর সদস্য মাওলানা আব্দুর রকিব এডভোকেট, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ ডঃ গোলাম মর্তুজা মজুমদার বলেন সর্বক্ষেত্রে আমাদেরকে রাসূল (সা:) এর পথ অনুসরণ করে চলতে হবে। আমরা ভাগ্যবান রাসূল (সা:) এর উম্মত হওয়ায়। তিনি আরোও বলেন আমরা আজ আলিশান অবস্থায় বিচারকার্য পরিচালনা করিতেছি, রাসূল (সা:) সাধাসিধে অবস্থায় এ বিশ্বের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। তাই বিচারকার্য পরিচালনায় তার আদর্শ অনুসরণ করা আমাদের একান্ত বাঞ্চণীয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জজশীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, সমিতির সহ সভাপতি-১ মোঃ শফি আহমদ, সহ সভাপতি-২ মোঃ আনোয়ার হোসেন, লাইব্রেরী সম্পাদক মোছাঃ রাহিমা খানম রীমা এডভোকেট, সহ নির্বাচন কমিশনার মোঃ মখলিছুর রহমান, সহ সম্পাদক মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট, মোঃ হেদায়েত হোসেন তানবীর এডভোকেট ও ইমরান আহমদ এডভোকেট, সমিতির সদস্য মোঃ আব্দুস শহীদ এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, মোঃ আখতার হোসেন খান এডভোকেট, আব্দুল মালিক এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, এ.এস.এম. আব্দুল গফুর এডভোকেট, মোঃ আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট মোঃ ইতরাত হোসেন চৌধুরী এডভোকে এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, হোসেন আহমদ এডভোকেটসহ সমিতির দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি