মাহমুদ উস-সামাদ একজন প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা ছিলেন – শফি এ. চৌধুরী

2
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফি আহমদ চৌধুরী বলেছেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। মরহুম এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরীও দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর মধ্যে তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে এই অঞ্চলের মানুষ একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। তিনি মাহমুদ-উস-সামাদের স্মৃতি চারণ করে বলেন, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও নিরলসভাবে কাজ করে গেছেন তিনি।
শনিবার (১৩ মার্চ) দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সদস্য সিরাজুল ইসলাম এবং সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ। শোক সভায় কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি