বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে ১৩জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খাজান্সি ইউনিয়নের বাওনপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে ইমাম নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিত সালিশ বৈঠকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা গেছে, মসজিদের ইমাম রাখা নিয়ে বাওনপুর গ্রামের আলতাব আলী ও আব্দুল ওয়াহিদের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গতকাল বুধবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মসজিদ প্রাঙ্গণে বৈঠক বসে। বৈঠক উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। কিন্তু বৈঠক চলাকালীন সময়ে একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয় এবং সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল বাছিত, রিপন আহমদ আঙ্গুর মিয়া, মাহবুবুল মিয়া, মারুফ আহমদসহ উভয় পক্ষে ১৩জন আহত হন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, মারামারি ঘটনা ঘটায় আগামি ২১ মার্চ বুধবার পরবর্তি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।