কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ

31

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে থানা বাজার পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহ মো. জামাল উদ্দিন, উত্তর রণীখাই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কুটি মিয়া, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, তেলিখাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আবদুল ওদুদ আলফু মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আব্দুন নূর, ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর মছব্বির, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রশিদ আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বজলু পাঠান, উপজেলা আওয়ামীলীগ সদস্য আনোয়ার হোসেন বাবু, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হাশিম, পশ্চিম ইসলামপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশাহিদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলী, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য তোফাজ্জল হোসেন, মো. তজব আলী, আনছার উদ্দিন, সুহেল আহমদ, দেলোয়ার মাহমুদ রিপন, রিয়াজুল ইসলাম, সুহেল মিয়া, জাফর দেওয়ান, আনোয়ার মিয়া, তেলিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি রশিক আহমদ, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মজনু মিয়া, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ সভাপতি ডা. ওয়াহিদ রেজা, উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক মতিন মিয়া, সহ সভাপতি করম আলী ও আরিফুল হক সেন্টু, উপজেলা যুবলীগ নেতা মুফাজ্জল হক, জামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মুমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান নয়ন, সহ সভাপতি রুমেল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক জিকরুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউপি ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুমন আহমদ, ছাত্রলীগের সহ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুস্তাকিম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি শামসুল হকসহ ত্রিশ নেতাকর্মী।
সমাবেশে বক্তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে অগঠনতান্ত্রিক উপায়ে ঘোষিত বহিস্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠিন কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। বিজ্ঞপ্তি