ফাতেমাতুয যাহরা স্মৃতি
ছোট এই জীবনের জন্য
কত শত আয়োজন
কিন্তু হঠাৎ আসবে ধেয়ে
মহাসত্য মরণ
টাকা-পয়সা গাড়ি-বাড়ি
কিছুই সাথে যাবেনা
আমল ছাড়া সেখানে তোমার
কোনই দাম থাকবেনা।
সময় থাকতে অহে মুমিন
লাগাও সময় কাজে
বেশি করে কর আমল
সকাল-বিকাল সাঁঝে।
সময় চলে গেলে তখন
হবেনা বুঝেও ভুল
চোখের জলে ভাসবে তখন
হারিয়ে তোমার দু’কুল।