স্টাফ রিপোর্টার :
ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু হত্যা মামলায় আরেক ছাত্রদল নেতা কাজী মেরাজসহ তিন জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, ছাত্রদলকর্মী ইমাদ উদ্দিন ও দেওয়ান জাকি সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বেনু চন্দ্র দেব।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত শিমুকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই মারা যান শিমু।
শিমু নগরের আরামবাগ এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত শিশু জান্নাত নামে ৫ বছরের এক কন্যা সন্তানের জনক।
হত্যাকাণ্ডের প্রায় ৫২ ঘন্টা পর ৩ জানুয়ারি রাতে শিমুর মামা তারেক আহমদ লস্কর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় মহানগর ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরীকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। মামলায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেরাজ, ইমাদ উদ্দিন এবং দেওয়ান জাকিকেও আসামী করা হয়।