সরকারী স্কুলে ভর্তির বয়স নির্ধারণ

56

কাজিরবাজার ডেস্ক :
সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তিতে বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীর প্রথম শ্রেণীতে ভর্তির বয়স অনুসারে পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে হবে। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকদের জন্য নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এদিকে অপর এক আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
সরকারী স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণের বিষয়ে জানা গেছে, এতদিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বয়স নিয়ে দ্বিধার সৃষ্টি হয়েছিল। ২০১৫ সালে প্রথম শ্রেণীর ভর্তিতে শিক্ষার্থীর বয়স পাঁচ বছর নির্ধারণ করা হলেও ২০১৬ সালে এসে বয়স ছয় বছর করা হয়। তাই পরবর্তী শ্রেণীতে এসব শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে বয়স কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন প্রতিষ্ঠান প্রধান ও ভর্তি কমিটির সদস্যরা। এ জটিলতা নিরসনেই সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ মোকছেদ আলী স্বাক্ষরিত নির্দেশনায়, ২০১৫ সালে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় শিক্ষর্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তার বয়স নির্ধারণ করতে হবে।