কুরআন সুন্নাহের আলোকে মুসলমানের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে —-মাওলানা মাহমুদুর রহমান

6

প্রখ্যাত মুফাসসিরে কুরআন, কুরআন এন্ড সুন্নাহ রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার বলেছেন, মুসলিম উম্মাহ চরমক্রান্তিকাল অতিবাহিত করছে। এর একটাই কারণ মুসলমানরা কুরআন সুন্নাহ থেকে ক্রমশই সরে যাচ্ছে। নিজেদের মধ্যে আজ বিভক্তি চরম আকার ধারণ করেছে। এই সুযোগে ইসলাম বিরোধী শক্তি আমাদের নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। এমতাবস্থায় মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) এর উম্মত হিসেবে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন এবং নবীজী (সাঃ) এর আদর্শ অনুসরনে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এক্ষেত্রে হিংসা বিদ্বেষ ভুলে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল বিয়ানীবাজার উপজেলার মাথিউরা দুধবকসি বায়তুল আমান জামে মসজিদ (বড় বাড়ী) ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ১ম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন দুধবকসি জামে মসজিদের সভাপতি ক্বারী নাজিম উদ্দিন ও মাথিউরা দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসীর পেশ করেন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা আরিফুল ইসলাম আনসারী বি-বাড়ীয়া, মাওলানা ওলীউর রহমান সিরাজী, মাওলানা হুসাইন আহমদ।
সমাজসেবী শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে তাফসীর পেশ করেন, হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ আলতাফ, হাফিজ মাওলানা খায়রুল বাশার দেলওয়ার, হাফিজ মাহমুদুর রশীদ। এছাড়া মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম তাফসীর পেশ করেন। বিজ্ঞপ্তি