রমজান আলী রনি
স’তোর বাড়ির আঙিনাতে
একটি গোলাপ চারা
আনতে গিয়ে আটকে গিয়ে
খেলাম ভীষণ তাড়া।
নদের তীরে গাইছি যখন
আবোল-তাবোল সুর
পিছন থেকে গোলাপ এসে
পড়লো আমার দূর!
হাতে নিয়ে খেলাম হোচট
মাথায় পেলাম ব্যথা
উঠে গেয়েই ছুটে চলি
অবস্থা তো যা’তা।
গোলাপ চোরে চুরি করে
আনলো একটি ফুল
ভালোবাসি ভালোবাসি
কিসের জাতি কূল?