টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুই হাউজবোটের সংঘর্ষ, পানিতে তলিয়ে গেছে

9

বাবরুল হাসান বাবলু, তাহিরপুর থেকে

টাঙ্গুয়ার হাওড় পারে পর্যটকবাহী দুই হাউজবোটের সংঘর্ষে তলিয়ে গেছে স্বপ্ন নামের একটি হাউজবোট। এ ঘটনায় জলযাত্রা নামে অপর হাউজবোটটি একাধিক স্থানে ভেঙ্গে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। নৌ দুর্ঘটনাটি ঘটে টাঙ্গুয়া হাওড় ওয়াস টাওয়ার পাশ^র্স্থ পাটলাই নদীর ইসলামপুর পূর্ব পাড়া গ্রামের সামেন।
ইসলামপুর পূর্ব পাড়া গ্রামের লোকজন ও জলযাত্রা নৌকার মাঝিরা জানান, বুধবার সকাল ১১ টার দিকে পর্যটক নিয়ে জলযাত্রা হাউজবোটটি টাঙ্গুয়া হাওড় থেকে ট্যাকেরঘাটের দিকে রওয়ানা হয় পাটলাই নদী দিয়ে। ইসলামপুর পূর্ব পাড়া গ্রামের সামেন নদীর মোড় পার হওয়ার সময় ট্যাকেরঘাট থেকে টাঙ্গুয়া হাওড়ের দিকে যাওয়া স্বপ্ন নামের একটি হাউজবোট জলযাত্রা হাউজবোটের মাঝ বরাবর উঠিয়ে দেয়। এতে জলযাত্রা হাউজবোট এর কিছুটা ক্ষতি হলেও স্বপ্ন নামের হাউজবোটটি ভেঙ্গে পানিতে ডুকতে থাকে।
দু’পাশে কাছাকাছি গ্রাম থাকায় স্বপ্ন হাউজবোটটি কোন রকম গ্রামের কাছাকাছি আসে এবং সে সময়ের মধ্যে হাউজবোটের ভেতর পুরোটাই পানিতে তলিয়ে যায় এবং পর্যটকরা নিরাপদরই হাউজবোট থেকে নেমে পড়েন। জলযাত্রা হাউজবোটের দায়িত্ব থাকা মোহাম্মদ নামের একজনের সাথে ফোনে কথা হলে তিনি জানান, পাঠলাই নদীতে স্বপ্ন নামের একটি হাউজবোট আমাদের হাউজ বোটটিকে ধাক্কা মারে। সে সময় আমাদের বোটটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। টাঙ্গুয়া হাওর নৌ পর্যটন উদ্যোক্তা রেদওয়ান খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। দুটির হাউজবোটের সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে, এতে কোন পর্যটক আহত হন নি। দুই হাউজবোটের পর্যটকদের ভিন্ন একটি নৌকায় তুলে দিয়েছি বলেও তিনি জানান।
এ ব্যাপারে স্বপ্ন নামের হাউজবোটের কারো সাথে কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয় নি।
উল্ল্যেখ্য যে বেশকিছুদিন আগে স্বপ্ন নামের এ হাউজবোটির ওয়াশ রুমে গোপন ক্যামেরা থাকার অভিযোগ উঠে এ সংক্রান্ত সংবাদ গনমাধ্যমে ছাপা হয়।