অবশেষে মুক্তি পেলেন সুনামগঞ্জ-৫ আসনে নৌকার সম্ভাব্য এমপি প্রার্থী টি. এইচ. এম জাহাঙ্গীর।
গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর সওজ বাংলোর ৪নং রুম থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ২০০৮ সালে করা মামলা ০২/২০০৮ মোটরযান আইনে ২ হাজার টাকা জরিমানা ও ২ মাসের সাজার রায় দেওয়া হয়।
এ রায়ের পর সে সময় ২ হাজার টাকার দন্ড প্রদান করেন তিনি। কিন্তু ফাইল মিসিং এর কারণে ছাতক থানা পুলিশের হাতে আটক হন তিনি।
অবশেষে সোমবার সিলেটের জুডিশিয়াল ১ম আদালতে কাগজ পত্র প্রদর্শনের পর মুক্তি লাভ করেন তিনি।
এ ব্যাপারে টিএইচ এম জাহাঙ্গির বলেন, অনেক আগের দায়ের করা ট্রাফিক আইনের মামলায় সে সময়ই ২ হাজার টাকার জরিমানা প্রদান করা হয়। মূলত : “আমার বিরুদ্ধে চক্রান্তকারীরা থানা পুলিশকে ভুল বুঝিয়ে আমার জনপ্রিয়তায় ধ্বস নামানোর কৌশল হিসেবে এই কাজটি করিয়েছে। আমি আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এবং শান্তিপ্রিয় মানুষ”।
গ্রেফতারকৃত ব্যক্তি ছাতকের চেচাং গ্রামের আব্দুল লতিফের পুত্র। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন বলে আশা ব্যক্ত করেন।
সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিটিউটর এডভোকেট ছায়াদুর রহমান বলেন, জরিমানা প্রদানের মাধ্যমে মামলার নিস্পত্তি অনেক আগেই হয়েছে। তবে, ফাইল মিসিংয়ের কারণে সংশ্লিষ্ট থানায় যথাসময়ে কাগজ না পৌছায় হয়রানীর সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তি