বিপিএল’র ফাইনাল আজ

60

স্পোর্টস ডেস্ক :
পুরনো দল, পুরনো চ্যাম্পিয়ন অধিনায়ক মিলবে আজ? না পুরনো দল, নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক মিলবে? বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি শেষেই তা নিশ্চিত হয়ে যাবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাত সাতটায় শুরু হবে ঢাকা-কুমিল্লার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ। ম্যাচটিতে জিতে কুমিল্লা চ্যাম্পিয়ন হলে নতুন অধিনায়কের হাতে শিরোপা শোভা পাবে। তিনি ইমরুল কায়েস। আর যদি ঢাকা চ্যাম্পিয়ন হয় তাহলে পুরনো অধিনায়ক সাকিব আল হাসানই শিরোপা উঁচিয়ে ধরবেন। তখন সাকিব দ্বিতীয়বার শিরোপা জিতবেন।
বিপিএলে এর আগে পাঁচটি আসর হয়। এবার ষষ্ঠ আসর হচ্ছে। আজ ৩৫ দিন, ৪৬ ম্যাচ শেষে আসরটি শেষ হবে। এর আগে পাঁচ আসরের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের হাতেই শিরোপা দেখা গেছে। চারবার মাশরাফি ও একবার সাকিবের নেতৃত্বে দল জিতেছে। এবার আর নতুন দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। তবে নতুন অধিনায়কের হাতে শিরোপা দেখা যেতে পারে। এ জন্য কুমিল্লাকে শিরোপা জিততে হবে।
বিপিএলে এখন পর্যন্ত দুই অধিনায়ক শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছেন। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চারবার শিরোপা জিতেছেন। প্রথম তিন আসরেই মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন দল মিলেছে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুইবার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একবার শিরোপা জেতেন মাশরাফি। আর গত আসরে রংপুর রাইডার্সকেও চ্যাম্পিয়ন করান ‘নড়াইল এক্সপ্রেস’। মাঝখানে একবার চতুর্থ আসরে সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসকে শিরোপা জেতান। এবার কী হবে? কুমিল্লা যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তাহলে ইমরুলের হাতে শিরোপা দেখা যেতে পারে। আর না হলে সাকিবের হাতেই আবারও শিরোপা উঠবে।
বিপিএলে এর আগে ২০১২ সালে প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়। বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। দ্বিতীয় আসরে ২০১৩ সালেও শিরোপা জিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এবার দলটি চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ আসরের পর ম্যাচ গড়াপেটার বিষয়গুলো সামনে চলে আসে। তাতে করে এক বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। আবার ২০১৫ সালে বিপিএল মাঠে গড়ায়। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার দায়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে বিপিএল থেকে বাদ দেয়া হয়। তৃতীয় আসরে ঢাকা নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে খেলতে নামে। এবার বেক্সিমকো গ্রুপ ঢাকা দলটিকে কিনে নেয়। দলটির নাম হয় ঢাকা ডায়নামাইটস। ২০১৫ সালে তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। এ আসরে বিভাগের বাইরে গিয়ে জেলার দল কুমিল্লা যুক্ত হয়। প্রথমবার অংশ নিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাজিমাত করে। নতুন ফ্র্যাঞ্চাইজির বরিশাল দল বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। নতুন চ্যাম্পিয়ন দল মিলে তাতে। চতুর্থ আসরে ২০১৬ সালে গিয়ে আবার ঢাকা চ্যাম্পিয়ন হয়। এবার ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে ঢাকা ডায়নামাইটস শিরোপা জিতে। গত মৌসুমে ২০১৭ সালে পঞ্চম আসরে রংপুর রাইডার্স হয় চ্যাম্পিয়ন। ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারায় রংপুর। আবারও নতুন চ্যাম্পিয়ন দল দেখার মিলে। ষষ্ঠ আসরের ফাইনালের আগ পর্যন্ত ঢাকা চারবার ফাইনালে খেলে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স দুইবার, ঢাকা ডায়নামাইটস দুইবার। বরিশাল (বার্নার্স ও বুলস) দুইবার, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং কিংস একবার করে ফাইনালে খেলে।
এবার কুমিল্লা ফাইনালে ওঠায় দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে খেলছে। ঢাকা ফাইনালে ওঠায় পঞ্চমবারের মতো, তবে ঢাকা ডায়নামাইটস নামে দলটি তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে। কুমিল্লা ও ঢাকার মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে সেই আশাই করা হচ্ছে। উত্তেজনা ছড়িয়ে পড়বে সেই সম্ভাবনা দেখা হচ্ছে।
কুমিল্লার বিপক্ষে লীগপর্বে দুই ম্যাচেই হেরেছে ঢাকা। এ বিষয়টি কুমিল্লার তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মোশাররফ হোসেনদের যেমন চাঙ্গা রাখবে, তেমনি ঢাকার ক্রিকেটারদের ভাবনায় ফেলবে। তবে কুমিল্লার কাছে লীগপর্বে দুই ম্যাচ হারায় এবার ম্যাচ জেতা নিয়ে ঢাকার উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, শুভাগত হোম, রুবেল হোসেনদের মধ্যে জেদও কাজ করতে পারে। সেই জেদ দেখিয়ে যদি কোনভাবে জয় তুলে নিতে পারে ঢাকা তাহলে চ্যাম্পিয়নই হয়ে যাবে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে যেমন লীগপর্বে দুই ম্যাচ হেরে এলিমিনেটর ম্যাচে উড়িয়ে দিয়েছে ঢাকা, রংপুরকেও পাত্তা দেয়নি, তেমনটি যে ফাইনালে কুমিল্লার সঙ্গেও ঘটবে না তা কে বলতে পারে। দুই দলই শক্তিশালী। তাই আগে থেকে ফেবারিট দল বেছে নেয়াও কঠিন। আজ ঢাকা ও কুমিল্লার মধ্যকার ফাইনাল ম্যাচটি শেষ হওয়া পর্যন্তই তাই শিরোপা জেতা দল পাওয়ার অপেক্ষা থাকছে।