ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন।
গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) পৌর শহরের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানা নিয়ে মৃত মজর আলীর পুত্র বাদেলা আলী ও একই গ্রামের আব্দুল করিমের পুত্র কাচাব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার দুপুরে বিরোধকৃত সীমানায় কাচাব আলী বেড়া নির্মাণ করার সময় প্রতিপক্ষ বাদেলা আলী বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত কাচাব আলী (৬০), জামিল আহমদ (২৬) ও বানেছা বেগম (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কামিল আহমদ (২৪), নাছিমা বেগম (২৫), লুবনা বেগম (১৫), আফিয়া বেগম (৩৬), সোনা আরা বেগমা (৩২)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলাম।