কবিতার ইন্দ্রজাল

92

শামীম আহমেদ

রাত্রি ঘুমিয়ে থাকে কোনো নিসঙ্গ উপত্যকায়,
কোনো এক সন্ধ্যায়, নেমে ছিলো ঘুম কবির চোখেও ;
চিনিবটের ডালে, বাতাসের নৃত্যের তালে তালে
শব্দের গতর

ছুঁয়ে উঠে আসে কবিতার ইন্দ্রজাল,
কবি ভুলে যায় জাগতিক আকাক্সক্ষা নিমিষে,
মদে মত্ত নয়, ধ্যানে মগ্ন নয়, তবুও করি
শব্দের প্রতিমা গড়ে অক্ষরে অক্ষরে
জেগে উঠে জীবন্ত কবিতায় প্রেয়সীর দুই ঠোঁট
তারপর চোখ, খুব চোনামুখ, মনে হয় জন্ম
জন্মান্তরের বন্ধন, কাঁপে তনুমন, পরম সোহাগে
নিবিড় অনুরাগে মনের মতো গড়া প্রিয়ার মুখ,
সৃষ্টিতেই কবির সুখ।
তারপর
কপালের লাল টিপে চেয়ে রয় ভোরের অপেক্ষায়,
হঠাৎ ঘুম ভেঙ্গে যায়;
নাগরিক কোলাহলে পৃথিবীর পথে