আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
নাশকতার অভিযোগে সুনামগঞ্জ জেলায় ২৫ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে রাতে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, আগামী ৮ জানুয়ারী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থেকে সারাদেশে গ্রেফতার অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জেও এই অভিযান পরিচালনা করা হয়েছে। পৌর এলাকায় আটককৃতরা হচ্ছেন, শহরের আরপিননগর আবাসিক এলাকার মৃত মাহতাব আলীর পুত্র হাফিজুল ইসলাম রাজু (৩০), মৃত ছদরতুল মিয়ার পুত্র আমির হোসেন (৩৬),হাছননগর আবাসিক এলাকার মৃত রাজা মিয়ার পুত্র অলিউর রহমান (৩৮), তেঘরিয়া আবাসিক এলাকার হোসেন নূরের পুত্র তায়েফ আহমদ (৩৪),সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম পলাশ (৪০) প্রমুখ। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ বিএনপি নেতাদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া জেলার ছাতক উপজেলায় ৩ জন, জগন্নাথপুরে ২ জন, দোয়ারাবাজারে ৩ জন, বিশ^ম্ভরপুরে ৩ জন, দিরাইয়ে ২ জন, জামালগঞ্জে ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, ধর্মপাশা উপজেলায় ১জন ও শাল্লা উপজেলায় ১ জন আটক হয়েছেন বলে জানা গেছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, আটককৃতরা অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ছিল। তারা আগামী ৮ ফেব্র“য়ারী ফের নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।