ভোরে ঢাকার নিজ বাসভবনে পৌঁছালেন খালেদা জিয়া

42

স্টাফ রিপোর্টার :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে পৌঁছান খালেদা জিয়া। গত সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে বেগম জিয়ার গাড়িবহর সিলেট থেকে সড়ক পথে রাজধানীর উদ্দেশে যাত্রা করেন।
এর আগে সন্ধ্যা ৬টায় সার্কিট হাউস থেকে শাহজালাল (রহ.) এর মাজারে আসেন এবং মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপার্সন। সেখানে তাঁকে স্বাগত জানাতে মাজারের মূল ফটকে অবস্থান নেন নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল (রহ.) এ মাজারে প্রবেশ করার সময়ই মাগরিবের আজান হওয়ায় তিনি সেখানেই নামাজ আদায় করেন। এরপর কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এ সময় মোনাজাত পড়ান। সেখান থেকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় ২৫ মিনিট অবস্থান করে দোয়া ও মোনাজাত শেষে ফের সিলেট সার্কিট হাউসের দিকে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। শাহপরাণের মাজারে পৌঁছুনোর আগেই সেখানেও দলের সভানেত্রীকে স্বাগত জানাতে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন।
খালেদা জিয়ার সঙ্গে উভয় মাজারে মোনাজাতে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, শ্যামা ওবায়েদ, হেলেন জেরিন খান ও খালেদা ইয়াসমিন প্রমুখ। এছাড়া, বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও তার সাথে ছিলেন।