স্টাফ রিপোর্টার :
সিলেট থেকে বগুড়া নিয়ে যাওয়ার পথে ৫০ হাজার টাকা দামের যমুনা ওয়েল কোম্পানীর ৫০ হাজার টাকা দামের গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে ট্রাক চালক ও হেলপার। গত ১৫ ডিসেম্বর রাত ১০ থেকে ১৭ ডিসেম্বর দুপুর ১২ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কদমতলী আল ফাত্তাহ ট্রেডিং এর প্রোপাইটার মোঃ মাহবুবুর রহমান বাদি হয়ে ট্রাক চালক ও হেলাপারকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১৪ (২২-১২-১৪)।
মামলার আসামীরা হচ্ছে- মৌলভীবাজারের প্রল্লাদ দেবের পুত্র ট্রাক চালক বিজয় দেব (৪০) ও গোলাপগঞ্জের ট্রাক হেলপার হারুন (৩৭)। বর্তমানে তারা লাপাত্তা রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর রাত ১০ টার দিকে দক্ষিণ সুরমা যমুনা ওয়েল কোম্পানীর ডিপোর (সিলেট-ট-১১-০৫৭০) নং ট্রাকে করে চালক বিজয় দেব ও হেলাপার হারুন ৪শ’৮০টি এলপিজি ব্যবসার গ্যাস সিলিন্ডার নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। যাওয়ার সময় কদমতলী আল ফাত্তাহ ট্রেডিং এর প্রোপাইটার মোঃ মাহবুবুর রহমান তার গাড়ীতে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে তালাবদ্ধ অবস্থায় ২টি চাবি বক্সে ষ্টেপলার করত: বক্সটি দিয়ে বগুড়ার ডিএস’র কাছে দেয়ার জন্য তিনি বুঝিয়ে দেন ট্রাক চালক বিজয় দেবকে। যাওয়ার পথে ট্রাক চালক বিজয় হেলপারের সহযোগিতায় ৫০টি গ্যাস ভর্তি সিলিন্ডারে পানি ভরে ১৭ ডিসেম্বর দুপুর ২ টার দিকে ট্রাকটি বগুড়ায় যথাস্থানে দিয়ে পালিয়ে যায়।