ওসমানীনগরে চোরাই কাজে ব্যবহৃত লাইটেসসহ দুই গরু চোর আটক

25

ওসমসানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে চোরাই কাজে ব্যবহৃত লাইটেস (নোহা) সহ দুই গুরু চোর আটক করা হয়েছে। চুরি করে নোহা লাইটেস যোগে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার সাদিপুর ইউনিয়নের সসম্মানপুর এলাকা থেকে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা ধাওয়া করে দুই চোরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাজিপুর গ্রামের টেনু মিয়ার ছেলে জিতু মিয়া (২৪) ও ভৈরব বাজার এলাকার হায়দর মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬)।
জানা যায়, গতকাল শনিবার ওসমানীনগরের নিজ বুরুঙ্গা ঈদগাহের সামন থেকে একটি গরুর বাচ্চা কালো রঙের নোহা লাইটেস (ঢাকা মেট্টো চ-১৪-০৬৩১) উঠিয়ে চম্পট দেয় চোরেরা। দেখতে পেয়ে এলাকাবাসী লাইটেসকে ধাওয়া করে পিছু নেয়। এক পর্যায়ে বিকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত লাইটেসসহ চোর জিতু ও আনোয়ার কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ বলেন, চোরারই কাজে ব্যবহৃত লাইটেস সহ আটককৃত চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।