কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে তিন সন্তানের জননী বিধবা কুলছুমা বেগম (৪৫) নামের এক মহিলা খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, গণধর্ষণের পর ঐ মহিলাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কুলছুমা বেগম উপজেলার দীঘিরপার পূর্ব ইউপির ধনমাইর মাটি গ্রামের মৃত আলা উদ্দিনের স্ত্রী। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর কুলছুমা বেগম তার দুই কন্যা সকিনা বেগম (২২) ও আমিনা বেগম (১৮)কে বাড়ীতে রেখে গ্রামের একটি সমিতির সভায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর কুলছুমা বেগম রাতে বাড়ীতে ফিরেনি। গতকাল বুধবার সকাল ১০টায় সিলেট-জকিগঞ্জ সড়কের ভবানীগঞ্জ খালের পাশে সীম বাগানের নিচে পথচারীরা এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলকে অবগত করেন। পরে কুলছুমা বেগমের স্বজনরা খবর পেয়ে এসে তার লাশ শনাক্ত করেন। বিষয়টি তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে থানার এস.আই হুমায়ুন কবির নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় এলাকাবাসীর ধারনা কুলছুমা বেগম বাড়ী থেকে বের হওয়ার পর হয়তোবা এলাকার খারাপ প্রকৃতির দুর্বৃত্ত চক্র তাকে তুলে নিয়ে গণধর্ষণ করে হত্যা করতে পারে। প্রাথমিক লাশের সুরতহাল রিপোর্টে সে ধরনের আলামত পাওয়া গেছে।