হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ———–জেলা প্রশাসক

78

সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেছেন, সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের ভিশন। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। হিজড়াদের প্রশিক্ষণ, পুনর্বাসন এবং স্বাবলম্বী করার জন্য সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী পালন করছে।
তিনি গত সোমবার জেলা পরিষদে জেলা প্রশাসন ও সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের অধীনে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী উদ্যোগ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড.আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া।
বক্তব্য রাখেন-দৈনিক উত্তর পূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, ইমজার সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী, মহানগর কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, এডভোকেট আজমল আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুবুর রহমান, মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, জয়িতা শাহিদা শিকদার, চাদনী আক্তার, তামান্না আহমদ, রাণী হিজড়া, সুপ্তা হিজড়া, শাহানা হিজড়া, সুবির হিজড়া। বিজ্ঞপ্তি