সিকৃবিতে বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা সম্পন্ন

30

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সোমবার সকাল ৬টায় প্রতিমা আনয়ন ও সংস্থাপন এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা ছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানমালায় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. মিটু চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. জীতেন্দ্র নাথ অধীকারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. ঋতিক দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি প্রফেসর তিলক দেব নাথ। বিজ্ঞপ্তি