কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতে তিন নারীসহ ৬ জনকে দন্ড প্রদান

24

Pic kulaura-1কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় অসামাজিক কাজের দায়ে তিন নারীসহ ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলা সদর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর শুকুর (৪২), টিটিডিসি এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী সুন্দরী বেগম (৪২), মৃত রুহুল আমীনের ছেলে সিরাজ মিয়া (৩৮), মৃত লাল মিয়ার স্ত্রী মর্জিনা (২৪), মনসুর গ্রামের মৃত সোবহান বক্সের ছেলে মতই বক্স (৪৩) ও শ্রীমঙ্গল উপজেলার মিশন এলাকার জলিল মিয়ার স্ত্রী পারভীন আক্তার (২৯)। জানা গেছে, আটকৃতদের বিরুদ্ধে উপজলার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। আটককৃত তিন নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও পুরষদের এক মাসের কারাদন্ড দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান আটকের সত্যতা স্বীকার করেছেন।