জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে। দেশের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অনেক অবদান রয়েছে এবং তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে।
শুক্রবার বিকেলে সারা দেশের মধ্যে উপজেলা পর্যায়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে এই প্রথম মারচুয়ারি (মর্গ) নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিনের পরিচালনায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মরচুয়ারির ভবন দাতা যুক্তরাষ্ট্র প্রবাসী সালিক এম সোবহান, মরচুয়ারি নির্মাণের দাতা উন্নয়ন সংস্থা (ইউকে) এর ইসি মেম্বার যুক্তরাজ্য প্রবাসী তছির আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ জয়নুল হক প্রমুখ।
এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরাফাত মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, আ.লীগ নেতা আনহার মিয়া মেম্বার, মাসুম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, জুনেদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মধু সুদন ধর, ডা. সায়খুল ইসলাম, ডা. শারমিন আরা আশা, ডা. রুবেল আহমদ, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, জেলা যুবরীগ নেতা আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, সমাজকর্মী শাহেদ আহমদ, মামুন আহমদ, সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।