হবিগঞ্জে ১০ বিচারকের করোনা শনাক্ত

7

কাজিরবাজার ডেস্ক :
হবিগঞ্জ আদালতের ১০ বিচারকের করোনা শনাক্ত হয়েছে। জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। এদিকে সিরাজগঞ্জে দুই ডোজ এমনকি বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন তিন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা যুবলীগ সভাপতি। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তসহ দেশের বিভিন্ন জেলায় সংক্রমণের হার বেড়েছে।
হবিগঞ্জ জেলার বিচার বিভাগে কর্মরত মোট ২৮ বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। রবিবার দুপুরে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে করোনা আক্রান্ত বিচারকরা এজলাসে না আসায় আদালত প্রাঙ্গণে বেড়েছে বিচারপ্রার্থীদের ভিড়। আক্রান্তদের মধ্যে রয়েছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মোঃ আব্দুল হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মোঃ জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
সিরাজগঞ্জ : টিকার বুস্টার বা দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন কেউ কেউ। টিকার বুস্টার ডোজ গ্রহণের পরও আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না (দ্বিতীয় দফা)। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় (তৃতীয় দফা), সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এবং জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল আক্রান্ত হয়েছেন। রবিবার জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৭৮ ভাগ।
রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে এবার ৩৫ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক।
নীলফামারী : শহরের নতুন বাজার মহল্লার একটি পরিবারের আট বছরের এক শিশুসহ নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ফরিদপুর : জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ১৯ দশমিক ৫৭ ভাগ। শনিবার ১৭৬ জানের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ৮৩ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১৫।
পিরোজপুর : কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন।
নীলফামারী : জেলার নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় আতঙ্ক, এডিস মশা ও সর্দিকাশি বেড়েছে : বগুড়ায় ডেঙ্গু রোগের বিস্তারকারী এডিস মশার উৎপাত বেড়েছে। তবে ডেঙ্গু আক্রান্তের খবর মেলেনি। শীতের এই সময়টায় সর্দিকাশি জ¦রজারি বেড়েছে। করোনা আক্রান্তের হারও বেড়েছে। কোনটি করোনা, কোনটি শীতজনিত সর্দিকাশি, কোনটি ডেঙ্গু এ নিয়ে ধন্ধে পড়েছে সাধারণ মানুষ। বগুড়া এখন করোনার রেড জোন।