সিলেটে অবস্থানরত হবিগঞ্জবাসীর সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট-এর রজতজয়ন্তী পালন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শুক্রবার সিলেট সিটি কর্পোরেশন অফিসের সামনে থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হাবীব বলেন, হবিগঞ্জ সমিতি সিলেট-এর ২৫ বছর পূর্তি হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। একজন হবিগঞ্জের সন্তান হিসেবে বলতে হয়, আজকের এই শোভাযাত্রা আমাদের জন্য আত্মার বন্ধন স্বরুপ। হবিগঞ্জ-এর মানুষ বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাদের নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। আমাদেরকে আরো বেশি মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সমিতি সিলেট-এর সভাপতি আবু মো. আব্দুল হান্নান। সমিতির জয়েন্ট সেক্রেটারী এ কে এম মাহমুদুল আলম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মো. শওকত আলী, সিনিয়র সহ সভাপতি মো. আবুল কালাম, সৈয়দ মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত হোসেন রিপন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য এ জেড এম রওশন জেবীন চৌধুরী, সমিতির সহ সভাপতি প্রফেসর শামীমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম হামিদ বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক গাজা আব্দুল মাসুদ মমশাদ, অর্থ সম্পাদক আবু তাহের চৌধুরী, আইন সম্পাদক গোলাম কিবরিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আব্দুল খালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, সদস্যদের মধ্যে বীরেন্দ্র দেব, মো. ইরফানুজ্জামান চৌধুরী, মো. আনসার আহমদ খান, মো. নজরুল হোসেন, রফিকুল ইসলাম চৌধুরী, মুফতি আব্দুর রহমান চৌধুরী, শফিউল আলম, জেবিন আক্তার, শামীমা রশিদ চৌধুরী, ডা. হাবিবুল্লাহ সেলিম, শহিদুল ইসলাম শামীম, শামীমা নাছরীন পপি, ডা. নাজরা চৌধুরী, এডভোকেট জোহরা জেসমিন প্রমুখ।