চিকিৎসার মাধ্যমেই কুষ্ঠ রোগ প্রতিরোধ সম্ভব ——–সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান

49

সিলেটের সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান বলেছেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম রোগের নাম heed bangladesh picকুষ্ঠ। এ রোগ জীবানুর মাধ্যমে সংক্রমিত হয়। মানব সভ্যতার বিকাশ ও সামাজিক উন্নতির সাথে সাথে উন্নত দেশগুলোতে এ রোগের প্রাদুর্ভাব কমে গেছে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব এখনো বেশ রয়ে গেছে। যে কোন বয়সের যে কোন মানুষের এই রোগ হতে পারে। তবে ভয়ের কোন কারণ নেই। চিকিৎসার মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব। এজন্য জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। হীড বাংলাদেশ-এর উদ্যোগে কুষ্ঠ রোগীদের সাথে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শেখঘাটস্থ সিলেট কুষ্ঠ হাসপাতালে এ বার্ষিক সম্মেলন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়।
কুষ্ঠ হাসপাতাল, সিলেট-এর জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ তবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শংকর দেব, ডা. নজরুল ইসলাম মতিন, ডা. সিরাজুম মুনির। হীড বাংলাদেশ-এর কর্মকর্তা আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশ-এর ডিস্ট্রিক সুপার ভাইজার নিগার পারভীন। ক্বারী মোঃ সুন্দর আলীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র স্টাফ নার্স বিদুৎ কুমার দেব, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুল আওয়াল, কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী সুমন পাল, শ্যামল দে চৌধুরী, মইনুল ইসলাম, শাহ আলম, মানিক ব্যানার্জী, বলরাম নাথ, মঈনুদ্দিন, সোমা বেগম, মহরম আলী, নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি